মঙ্গলবার, ১১ জুন, ২০১৩

মোবাইল ইন্টারনেট চার্জ কমছে ৯ বছর বাদে

নিউজডেস্ক : অবশেষে মোবাইল ইন্টারনেটের চার্জ কমছে। আন্দোলনের নয় বছর পর এই চার্জ কমানো হচ্ছে বলে বিটিআরসি সূত্রে জানা গেছে। ইন্টারনেট চার্জ কমানোর ফলে ৩ কোটি ৩০ লাখ ৪৩ হাজার মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী এ সুবিধা পাবেন। সবশেষ ২০০৪ সালে মোবাইল কোম্পানিগুলো প্রতি কিলোবাইটের জন্য দু’পয়সা কমিয়েছিল। জানা যায়, ইন্টারনেট প্যাকেজ মূল্য কমানোর দাবিতে ওয়েব পোর্টাল ডিয়ারজুলিয়াস ডটকম, ওয়েব পোর্টাল পিসি হেল্প লাইন বিডি, বাংলাদেশ টেলিকম সাবস্ক্রাইবার্স ফোরাম এবং আইসিটি অব বাংলাদেশ-ইয়াহু গ্রুপসহ বেশ কয়েকটি সংগঠন আন্দোলন করে আসছে।

বুধবার, ৫ জুন, ২০১৩

খুলে গেলো ইউটিউব

ঢাকা: জনপ্রিয় ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউব খুলে দিয়েছে বাংলাদেশ টেলিযোগযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বুধবার বিকেল ৫টায় গুগলের ভিডিও সাইট ইউটিউব খুলে দেওয়া হয়েছে। এর আগে সংবাদ মাধ্যমের কাছে বিটিআরসি চেয়ারম্যান সুনীল কান্তি বোস খবরের সত্যতা নিশ্চিত করেন। মহানবী হযরত মোহাম্মদকে (সা.) কটাক্ষ করে নির্মিত মার্কিন চলচ্চিত্র না সরানোয় ১৭ সেপ্টেম্বর রাতে ইউটিউব বন্ধ করে দেয় বিটিআরসি। সেই থেকে দীর্ঘ প্রায় আটমাস বাংলাদেশের ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে ইউটিউব বন্ধ ছিল।

শুক্রবার, ১৭ মে, ২০১৩

ইন্টারনেট আপলোড গতি কমলো

প্রযুক্তি ডেস্ক : অবৈধ ভিওআইপি প্রতিরোধে ইন্টারনেট ব্যান্ডইউথ আপলোড গতি সর্বোচ্চ ২৫ শতাংশ করার নির্দেশনা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। বৃহস্পতিবার বিটিআরসি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়েগুলোকে (আইআইজি) এ নির্দেশনা দেয়। ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, বৃহস্পতিবার থেকে এ নির্দেশনা কার্যকর হওয়ার পর গ্রাহকরা আপলোড স্পিড কম পাচ্ছেন। এদিকে এ নির্দেশনার ফলে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো আপলোড গতি ৭৫ শতাংশ কমিয়ে এনেছে। ফলে ফেইসবুকে ছবি আপলোড, স্কাইপিসহ অন্যান্য ভিডিও চ্যাটে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ ব্যবহারকারীদেরও।

মঙ্গলবার, ২২ জানুয়ারী, ২০১৩

৯ বছর বয়সী বিস্ময় বালক প্রনব মাইক্রোসফট প্রযুক্তি বিশেষজ্ঞ

আই.টি ডেস্ক, ২২ জানুয়ারী : ভারতীয় বংশোদ্ভুত প্রনব কল্যান নামে একজন বিস্ময় বালক মাত্র ৯ বছর বয়সে সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফটের সর্বশেষ প্রযুক্তি বিশেষজ্ঞ হিসাবে কনিষ্ঠ প্রযুক্তি বিশেষজ্ঞের খাতায় নাম লিখিয়েছেন।

মাত্র ৭৭৭৭ টাকায় ট্যাবলেট পিসি

আই.টি ডেস্ক, ২২ জানুয়ারী : দেশের প্রথম অনুষ্ঠিত স্মার্টফোন মেলায় প্রদর্শিত হচ্ছে তথ্যপ্রযুক্তির খাতে নতুন মাত্রাযোগ করা বিভিন্ন ধরনের স্মার্টফোন ও ট্যাবলেট পিসি। মেলা উপলক্ষে পাওয়া যাচ্ছে মাত্র ৭৭৭৭ টাকায় ওক্সেল ব্র্যান্ডের ট্যাব । চীনের তৈরি ‘ওক্সেল’ ব্র্যান্ডের ট্যাবলেট পিসি। দামেও সাশ্রয়ী। মূল পর্দা ৭ ইঞ্চি (৮০০ বাই ৪৮০ পিক্সেল)। র‌্যামের গতি ৫১২ এমবি, অ্যানড্রইড অপারেটিং, ১.৩ মেগাপিক্সেল ক্যামেরা, ৪ জিবি স্টোরেজ, ইউএসবি এবং থ্রিজি সাপোর্ট।

জুনের আগে হচ্ছে না থ্রি-জির নিলাম

আই টি ডেস্ক, ২২ জানুয়ারি : তৃতীয় প্রজন্মের টেলিযোগাযোগ প্রযুক্তি থ্রি-জির রেডিও তরঙ্গ নিলাম আগামী জুনের আগে হচ্ছে না। স্বচ্ছতা এবং জবাবদিহিতা রাখতে সরকার আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে দিয়ে নিলাম আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। তবে দেশের প্রতিষ্ঠিত টেলিযোগাযোগ অপারেটররা বলছেন, ভ্যাটসহ বেশ কিছু বিষয় এখনও অমীমাংসিত। সেগুলোর সমাধান না হলে তারা নিলামে অংশ নাও নিতে পারে।