আই.টি ডেস্ক, ২২ জানুয়ারী : দেশের প্রথম অনুষ্ঠিত স্মার্টফোন মেলায় প্রদর্শিত হচ্ছে তথ্যপ্রযুক্তির খাতে নতুন মাত্রাযোগ করা বিভিন্ন ধরনের স্মার্টফোন ও ট্যাবলেট পিসি। মেলা উপলক্ষে পাওয়া যাচ্ছে মাত্র ৭৭৭৭ টাকায় ওক্সেল ব্র্যান্ডের ট্যাব । চীনের তৈরি ‘ওক্সেল’ ব্র্যান্ডের ট্যাবলেট পিসি। দামেও সাশ্রয়ী। মূল পর্দা ৭ ইঞ্চি (৮০০ বাই ৪৮০ পিক্সেল)। র্যামের গতি ৫১২ এমবি, অ্যানড্রইড অপারেটিং, ১.৩ মেগাপিক্সেল ক্যামেরা, ৪ জিবি স্টোরেজ, ইউএসবি এবং থ্রিজি সাপোর্ট।
আইসিটি মেলায় দর্শক ও ক্রেতাদের ছিল উপচে পড়া ভিড়। বিভিন্ন স্টলে আগত নতুন মডেলের তথ্যপন্যের সাথে পরিচিতিসহ বাড়ছে বিক্রিও । এমনটিই জানালেন মেলার আয়োজকরা । শুধু তরুণেরা নয়, শিশু এবং প্রবীণেরাও যুক্ত হচ্ছেন এবারের আইসিটি উৎসবে।দেশে আইসিটিনির্ভর প্রদর্শনী চলছে একের পর এক । পাশাপাশি চলছে আইসিটির উপরে সভা, সেমিনার, পণ্য পরিচিতি, ই-কমার্স কৌশল, আউটসোর্সিং সহ বিশ্বের শীর্ষ ব্যক্তিদের উপস্থিতি এসব মিলিয়ে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি অঙ্গন এ মুহূর্তে রীতিমত উৎসসমুখর হয়ে সময় অতিবাহিত করছে।
ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয় এই মেলা । এ প্রদর্শনীতে অনেক ক্রেতাই এসেছেন দাম যাচাই করতে। কেউবা এসেছেন আগামীতে কোন ট্যাব কিনবেন, তার বাজেট নির্ধারণ করতে। সব মিলিয়ে আগ্রহ আর উপস্থিতির কমতি নেই। তবে বেশিরভাগই এক্সপোতে বিশেষ অফার দিচ্ছে টেলিটক থ্রিজি। এ মুহূর্তে ৭৭০ টাকায় পাওয়া যাচ্ছে টেলিটক থ্রিজি সিম। বাণিজ্য মেলাকে কেন্দ্র করে স্মার্টফোন এক্সপোতে দর্শকদের ব্যাপক ভিড় দেখা গেছে। ২০ হাজার টাকায় ‘কোবি মিড’ ট্যাব দেশের প্রযুক্তি প্রেমীরা এখন ট্যাবের দিক ঝুঁকছেন। এরই মধ্যে ৭ ইঞ্চি পর্দার অনেকগুলো ট্যাবের উপস্থিতি নজরে এসেছে এ পণ্য আসরে। টুজি এবং থ্রিজি সাপোর্ট করে এ বিশেষ ঘরানার ট্যাব। ২৩ হাজার টাকা বাজার দাম হলেও প্রদর্শনীতে এ ট্যাব পাওয়া যাচ্ছে ২০ হাজার টাকায়। কোবি ব্র্যান্ডের (৭০৫৯ মডেল) ট্যাবের মূল পর্দা ৭ ইঞ্চি। রেজ্যুলেশন ১০২৪ বাই ৬০০ পিক্সেল। অ্যানড্রইড অপারেটিং। বৈশিষ্ট্য ১ গিগাহার্টজ প্রসেসর, ১ জিবি ডিডিআরথ্রি র্যাম, ওয়াইফাই, ৩ এমপি ফ্রন্ট ও ২ এমপি ব্যাক ক্যামেরা। আছে মিনি এইচডিএমআই ডিসপ্লে। ৩.৫ এমএম হেডফোন আউট সুবিধা। ট্যাবের সঙ্গে কল কলার সরাসরি সুবিধাও পাওয়া যাবে এ স্মার্ট ট্যাবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন