মঙ্গলবার, ২২ জানুয়ারী, ২০১৩

৯ বছর বয়সী বিস্ময় বালক প্রনব মাইক্রোসফট প্রযুক্তি বিশেষজ্ঞ

আই.টি ডেস্ক, ২২ জানুয়ারী : ভারতীয় বংশোদ্ভুত প্রনব কল্যান নামে একজন বিস্ময় বালক মাত্র ৯ বছর বয়সে সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফটের সর্বশেষ প্রযুক্তি বিশেষজ্ঞ হিসাবে কনিষ্ঠ প্রযুক্তি বিশেষজ্ঞের খাতায় নাম লিখিয়েছেন।
খবরটি প্রকাশ করে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। বলা হয় মাইক্রোসফট সার্টিফাইড টেকনোলজি স্পেশালিস্ট এমটিসি পরীক্ষায় বেশ ভাল প্রতিভার স্বাক্ষর রাখে প্রনব আর তাঁর প্রতিপক্ষ ছিল দুবাইয়ের বাবর ইকবাল নামের ১২ বছর বয়সী আর এক বালক। প্রনবের বাবা সন্তানের অবিশ্বাস্য কৃতিত্বের পেছনের কারণগুলো বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে বলেন, যখন প্রনব একটু একটু করে হাটা শিখে তখন থেকেই খেলনার পরিবর্তে কম্পিউটারের প্রতি প্রচন্ড আকর্ষণ ছিল তাঁর। আর মাত্র ৬ বছর বয়স থেকেই ছোট ধরনের প্রোগাম লিখতে শুরু করে প্রনব।
ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, ইন্ট্রিগ্রেল ক্যালকুলাসের সমস্যা সমাধানে প্রনব বেশ পারদর্শী। আর ম্যাথমেটিকসের এই দক্ষতা কম্পিউটার প্রোগাম লিখতে সাহায্য করেছে প্রনবকে। আমেরিকার ক্যালিফোর্ণিয়ার উইলো এলিমেনটারি স্কুলের চতুর্থ গ্রেডার প্রনব। এএসপি.নেট প্লাটফর্মের এমসিটিএস পরীক্ষায় কৃতীত্ব অর্জনকারী প্রনব ভবিষ্যত স্বপ্ন সে বিজ্ঞানী হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন