আই টি ডেস্ক, ২২ জানুয়ারি : তৃতীয় প্রজন্মের টেলিযোগাযোগ প্রযুক্তি থ্রি-জির রেডিও তরঙ্গ নিলাম আগামী জুনের আগে হচ্ছে না। স্বচ্ছতা এবং জবাবদিহিতা রাখতে সরকার আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে দিয়ে নিলাম আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। তবে দেশের প্রতিষ্ঠিত টেলিযোগাযোগ অপারেটররা বলছেন, ভ্যাটসহ বেশ কিছু বিষয় এখনও অমীমাংসিত। সেগুলোর সমাধান না হলে তারা নিলামে অংশ নাও নিতে পারে।
গত বছরের মার্চে থ্রি-জির খসড়া গাইডলাইন প্রকাশ করা হয়। এতে নিলামে ২১০০ ব্যান্ডের প্রতি মেগাহার্টস তরঙ্গের ভিত্তি মূল্য নির্ধারণ করা হয়েছিল ৩ কোটি ডলার। পরে অর্থ মন্ত্রণালয় সেই দর কমিয়ে নির্ধারণ করে ২ কোটি ডলার। অপারেটররা বলছেন, এ দাম অনেক বেশি। তাছাড়া টু-জি লাইসেন্স নবায়নে ১৫ শতাংশ ভ্যাট দেওয়ার বিষয় এখনও মীমাংসা হয়নি। সরকার চাইলে যে-কোনো সময় তরঙ্গ বরাদ্দ বাতিল করতে পারার বিধান নিয়েও আপত্তি অপারেটরদের। এ সব ব্যাপারে সরকার সিদ্ধান্ত না বদলালে অপারেটররা নিলামে অংশ না নেওয়ার কথা ভাবছে।বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, বিটিআরসির চেয়ারম্যান জানান, তরঙ্গ ফিয়ের সাথে অপারেটরদের ১৫ শতাংশ ভ্যাট দিতে হবে এবং তরঙ্গের ভিত্তিমূল্য আর কমানো হবে না। আর থ্রিজির নিলাম হবে আগামী জুনে। জানা গেছে, মোবাইল অপারেটরদের সাথে আরেক দফা বৈঠক করে সরকার থ্রিজির গাইড লাইন চূড়ান্ত করবে। যেটি প্রকাশ করা হবে আগামী মাসে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন