মঙ্গলবার, ২২ জানুয়ারী, ২০১৩
মাত্র ৭৭৭৭ টাকায় ট্যাবলেট পিসি
আই.টি ডেস্ক, ২২ জানুয়ারী : দেশের প্রথম অনুষ্ঠিত স্মার্টফোন মেলায় প্রদর্শিত হচ্ছে তথ্যপ্রযুক্তির খাতে নতুন মাত্রাযোগ করা বিভিন্ন ধরনের স্মার্টফোন ও ট্যাবলেট পিসি। মেলা উপলক্ষে পাওয়া যাচ্ছে মাত্র ৭৭৭৭ টাকায় ওক্সেল ব্র্যান্ডের ট্যাব । চীনের তৈরি ‘ওক্সেল’ ব্র্যান্ডের ট্যাবলেট পিসি। দামেও সাশ্রয়ী। মূল পর্দা ৭ ইঞ্চি (৮০০ বাই ৪৮০ পিক্সেল)। র্যামের গতি ৫১২ এমবি, অ্যানড্রইড অপারেটিং, ১.৩ মেগাপিক্সেল ক্যামেরা, ৪ জিবি স্টোরেজ, ইউএসবি এবং থ্রিজি সাপোর্ট।
জুনের আগে হচ্ছে না থ্রি-জির নিলাম
আই টি ডেস্ক, ২২ জানুয়ারি : তৃতীয় প্রজন্মের টেলিযোগাযোগ প্রযুক্তি থ্রি-জির রেডিও তরঙ্গ নিলাম আগামী জুনের আগে হচ্ছে না। স্বচ্ছতা এবং জবাবদিহিতা রাখতে সরকার আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে দিয়ে নিলাম আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। তবে দেশের প্রতিষ্ঠিত টেলিযোগাযোগ অপারেটররা বলছেন, ভ্যাটসহ বেশ কিছু বিষয় এখনও অমীমাংসিত। সেগুলোর সমাধান না হলে তারা নিলামে অংশ নাও নিতে পারে।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)