মঙ্গলবার, ১১ জুন, ২০১৩

মোবাইল ইন্টারনেট চার্জ কমছে ৯ বছর বাদে

নিউজডেস্ক : অবশেষে মোবাইল ইন্টারনেটের চার্জ কমছে। আন্দোলনের নয় বছর পর এই চার্জ কমানো হচ্ছে বলে বিটিআরসি সূত্রে জানা গেছে। ইন্টারনেট চার্জ কমানোর ফলে ৩ কোটি ৩০ লাখ ৪৩ হাজার মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী এ সুবিধা পাবেন। সবশেষ ২০০৪ সালে মোবাইল কোম্পানিগুলো প্রতি কিলোবাইটের জন্য দু’পয়সা কমিয়েছিল। জানা যায়, ইন্টারনেট প্যাকেজ মূল্য কমানোর দাবিতে ওয়েব পোর্টাল ডিয়ারজুলিয়াস ডটকম, ওয়েব পোর্টাল পিসি হেল্প লাইন বিডি, বাংলাদেশ টেলিকম সাবস্ক্রাইবার্স ফোরাম এবং আইসিটি অব বাংলাদেশ-ইয়াহু গ্রুপসহ বেশ কয়েকটি সংগঠন আন্দোলন করে আসছে।

বুধবার, ৫ জুন, ২০১৩

খুলে গেলো ইউটিউব

ঢাকা: জনপ্রিয় ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউব খুলে দিয়েছে বাংলাদেশ টেলিযোগযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বুধবার বিকেল ৫টায় গুগলের ভিডিও সাইট ইউটিউব খুলে দেওয়া হয়েছে। এর আগে সংবাদ মাধ্যমের কাছে বিটিআরসি চেয়ারম্যান সুনীল কান্তি বোস খবরের সত্যতা নিশ্চিত করেন। মহানবী হযরত মোহাম্মদকে (সা.) কটাক্ষ করে নির্মিত মার্কিন চলচ্চিত্র না সরানোয় ১৭ সেপ্টেম্বর রাতে ইউটিউব বন্ধ করে দেয় বিটিআরসি। সেই থেকে দীর্ঘ প্রায় আটমাস বাংলাদেশের ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে ইউটিউব বন্ধ ছিল।